মিরসরাইয়ে দিনেদুপুরে তালা ভেঙ্গে চুরি, আটক-১

289

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। পৌরসভার ৫নং ওয়ার্ডে মীর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থিত আল ফজল ভবনের ৪র্থ তলায় তালা ভেঙ্গে ঢুকে এক যুবক। তখন ঐ বাসায় কেউ ছিলো না। কিন্তু সে সময়ই ভাড়াটিয়া আবু তাহের বাসায় এসে দেখেন দরজার তালা ভাঙ্গা এবং ভিতর থেকে লাগানো। তখন তিনি প্রতিবেশীদের খবর দিলে তারা এসে ঐ চোর যুবককে হাতেনাতে ধরে ফেলে। স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে মিরসরাই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় এই ঘটনা ঘটেছে। আটককৃত চোরের নাম মোহাম্মদ মঙ্গল (১৭)। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার গিতিসা এলাকার রুবেল মিয়ার পুত্র।
আল ফজল ভবনের ভাড়াটিয়া মো. আবু তাহের জানান, বাসার দরজায় তালা দিয়ে যোহরের নামায পড়তে গিয়েছিলাম। এসে দেখি দরজার তালা ভাঙ্গা এবং ভেতর থেকে লাগানো। পরে আমি এলাকাবাসীকে খবর দিলে তারা এসে চোরকে হাতেনাতে ধরে এবং তার প্যান্টের পকেট থেকে আমার স্ত্রীর ১২আনা ওজনের দুটি বালা উদ্ধার করি। কিন্তু দুই জোড়া কানের রিং ও একটি আংটি খুঁজে পাওয়া যাচ্ছেনা।
মিরসরাই থানার উিউটি অফিসার নুরুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here