
দীর্ঘদিন আমেরিকা সফর শেষে দেশে ফেরায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরীকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। রোববার ( ৬ অক্টোবর) বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী বেলাল উদ্দিন, সহ-সভাপতি মফিজ মাস্টার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দীকি মাসুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, যুবলীগ নেতা আলমগীর আলম, মনিরুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা পায়েল সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।
