চমক দেখাবে চিটাগং ভাইকিংস : মুশফিক

424

নিজস্ব প্রতিবেদক

এবারের বিপিএলে দল হিসেবে তেমন ‘বড়’ নয় চিটাগং ভাইকিংস। দলে নেই তারকার মেলা। তবে মুশফিকুর রহীম মনে করেন তারা চমক দেখাতে পারবেন এবারের আসরে।

নিলামের আগ মুহূর্তে দলে ভেড়ানো মুশফিকের কাঁধেই অধিনায়কত্বের ভার দিয়েছে দলটির মালিকপক্ষ। এর আগে জাতীয় দল ছাড়াও বিপিএলে বেশ কয়েকটি দলের অধিনায়ক ছিলেন মুশফিক। দুরন্ত রাজশাহী, সিলেট সুপারস্টারস, সিলেট রয়্যালস, বরিশাল বুলস ও রাজশাহী কিংসের অধিনায়কত্ব করেছেন মুশফিক। তাই এবারের আসরেও নতুন একটি দলের দায়িত্ব নেয়ার মধ্যেও নতুন কিছু দেখছেন না তিনি।

শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘এটা সম্মানের ব্যাপার। তবে চ্যালেঞ্জিংও বটে। কারণ প্রত্যাশা বেশি থাকে। দলের মালিকপক্ষ বা সমর্থকদের পক্ষ থেকেও চাপ থাকে। অনেক দিন পর দায়িত্ব এসেছে। চেষ্টা করবো পারফর্ম্যান্স দিয়ে চিটাগংকে গত আসরের চেয়ে ভালো একটা ফলাফল দেয়ার।’

যদিও মুশফিক জানেন কাজটা সহজ হবে না। কারণ দলে বিদেশী তারকা বলতে লুক রনকি, মোহাম্মাদ শাহজাদ আর সিকান্দার রাজা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ছাড়া উল্লেখযোগ্য নাম নেই। তবু মুশফিক চান এই দল নিয়েই চমক দেখাতে।

তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের ভালো কিছু করার সুযোগ আছে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু প্লেয়ার আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here