জোরারগঞ্জে শালা-দুলাভাইয়ের মাদকের আস্তানায় পুলিশের হানা:দুলাভাই আটক,শালা পলাতক

253

:: মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউপির ফরেষ্ট অফিস এলাকায় মাদক সম্রাট নুর আহম্মদের আস্তানায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ফেনীর ছাগলনাইয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জহির আহম্মদের ছেলে মো:ফারুক(৪২) কে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গেড়ামারা গ্রামের ফরেষ্ট অফিস এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাদক সম্রাট নুর আহম্মদ পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ফারুক সম্পর্কে নুর আহম্মদের আপন বড় বোনের জামাই তারা শালা-দুলাভাই মিলে দীর্ঘদিন বছর যাবৎ অত্র এলাকায় পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল,আটকৃত আসামি ফারুক ২০১৫ সালেও মাদক মামলায় ফেনীর ছাগলনাইয়া থানায় আটক হয়েছিল।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান পিপিএম (বার) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আলা উদ্দিন এএসআই সওকত আলী এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স তাকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি কোর্টে প্রেরণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here