পুনরায় মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে চান জাফর

233

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সদরের রাজনীতি এখন সরব। সম্ভ্যাব্য সভাপতি, সম্পাদক প্রার্থীরা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীদের সমর্থকরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে কে হচ্ছেন সাধারণ সম্পাদক? নতুন মুখ আসছেন নাকি পুরনোর উপর আস্থা রাখছেন কাউন্সিলররা এমন আলোচনা চলছে। বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিন পুনরায় এই পদে থাকতে চান।
মোঃ জাফর উদ্দিন মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম একরামুল হক।
জানা গেছে, স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন তিনি। ১৯৮৯ সালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৯২ সালে মিরসরাই কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ১৯৯৪ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই বছর বিএনপির মিথ্যা মামলায় কারাবরণ করেন। ১৯৯৬ সালে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ১৯৯৭ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের মিথ্যা মামলার কারণে এলাকা ছাড়তে বাধ্য হন। ২০০২ সালে বিএনপির বাংলা গ্রæপ খ্যাত সন্ত্রাসীদের হামলায় মিরসরাই কলেজ ক্যাম্পাসে গুরুত্বর আহত হন। ২০১২ সালে মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাফর উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়েছি। দলের দুঃসময়ে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছি। ১৯৯৬ সালে তত্ত¡াবধায়ক সরকারের সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। শত জেল জুলুম নির্যাতনের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুতি হইনি। ২০১৪ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও কর্মকান্ড সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিহত করেছি। আমি ছাত্রজীবন থেকে প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ৭বারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ এমপিকে অনুপ্রেরণা ভেবে উনার স্বপ্নের সমৃদ্ধ মিরসরাই গড়ার একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে অদ্যবধি নিয়োজিত রেখেছি। ভবিষ্যতে উনার নির্দেশিত পথ ধরে উনার সুযোগ্য সন্তান বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের ডিজিটাল ও শিল্প সমৃদ্ধ মিরসরাই গড়ার একজন সহযাত্রী হিসাবে কাজ করতে চাই। তাই আগামী ৪ঠা নভেম্বর মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রার্থী হয়েছি।এজন্য সকল কাউন্সিলরদের সমর্থন কামনা করি ও আওয়ামামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের দোয়া প্রার্থনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here