নিজস্ব প্রতিবেদক
ঘরোয়া টি-টোয়েন্টির জনপ্রিয় আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হচ্ছে আগামীকাল। ফিক্সিং-নিষেধাজ্ঞা শেষ করে পাঁচ বছর পর এ সংস্করণে খেলবেন মোহাম্মদ আশরাফুল। গতকাল বিসিবি একাডেমি মাঠে চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। সেখানে আশরাফুল কথা বলেন অতীত-বর্তমান নিয়ে। মাঠে নেমে পড়ার আগে জানালেন, অতীত ভুলের প্রায়শ্চিত্ত হয়ে গেছে তার।
২০১৩ সালে বিপিএলে ম্যাচ-ফিক্সিংয়ের কথা শিকার করে বাংলাদেশের ক্রিকেটকে কাঁপিয়ে দিয়েছিলেন আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) স্পট-ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ২০১৬ সালের আগস্টে। গত বছর ঢাকা প্রিমিয়ার লীগে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।
বিসিএল এনসিএলও দারুণ খেলেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। এবার বিপিএলএ নিজেকে প্রমাণ করতে চান তিনি। ‘আমি যে অন্যায় করেছিলাম সে শাস্তি পেয়েছি। সে কারণেই কিন্তু ৫ বছর ৯ মাস বাইরে ছিলাম এই ফরমেটে। আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত করেছি। এখানে এই ফরমেটে নিজেকে আবার প্রমাণ করতে চাই’। নিজের পারফরমেন্স নিয়ে আশরাফুল বলেন, যেহেতু গত দুই বছর প্রিমিয়ার লীগ, বিসিএল, এনসিএলে মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি। আমার যারা ভক্ত আছেন, তারা অপেক্ষা করছেন আবার জাতীয় দলে ফিরে আসার জন্য। তাদের জন্য হলেও চেষ্টা করবো।’ ঘরোয়া ক্রিকেটে ফিরে যেসব ফরমেটে খেলছেন,
তাতে রানেই আছেন আশরাফুল। বিপিএলেও সেটা ধরে রাখতে চান। সঙ্গে জানিয়ে রাখলেন লাল-সবুজের জার্সিতে ফেরার ইচ্ছাটাও। ৩৪ বছর বয়সী আশরাফুল বিপিএলের ষষ্ঠ আসরে চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে খেলবেন। প্লেয়ার্স ড্রাফটে ক্যাটাগরি ‘সি’ থেকে তাকে দলে টানে ভাইকিংস। নিষেধাজ্ঞায় পড়ার আগে বিপিএল’এর প্রথম দুটি আসরে তিনি খেলেছিলেন তখনকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটর্সে। আশরাফুল, ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটর্স উভয়কেই সে সময় বহিষ্কার করা হয়।