ফেসবুকে পরিচয়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ইয়াবা পাচারে তারা

314

রামু সরকারি কলেজের ছাত্রী জমিলা আক্তার টুম্পার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মোঃ নুরুল আফছারের। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা।

এরপর গত এক বছর ধরে প্রেমিক-প্রেমিকা সেজে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল তারা। ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে তারা দু’জন নগদ দশ হাজার টাকা করে পেত।

শনিবার (২০ এপ্রিল) সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশ দুই প্রেমিক যুগলকে আটকের পর বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার পিস ইয়াবা।

আটককৃতরা হলো কক্সবাজারের গর্জনিয়া গ্রামের শফিউল আলমের মেয়ে জামিলা আক্তার টুম্পা (২১), তার প্রেমিক একই এলাকার দক্ষিণ বাংলা বাজার নয়াপাড়া গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে নুরুল আফছার (২১), টুম্পার বান্ধবী কেনাফ থানার মিনা বাজার (নূর কবির মেম্বার বাড়ির পাশে) গ্রামের মৃত আব্দুল রশিদের মেয়ে সালমা আক্তার (২০) ও তার প্রেমিক একই এলাকার মোঃ ফরিদুল আলমের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল সীতাকুণ্ডের শীতলপুর আমেরিকান-এর বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়।

এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকামেট্টো-ব-১৫-১২৬৪) তল্লাশি চালিয়ে দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here