
বুধবার রাতে এমপিওভুক্তির তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হলে মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় আনন্দের জোয়ার বইছে। এমপিও ভুক্তিতে সহযোগিতা করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা মিরসরাই আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে সাক্ষাৎ করে মিষ্টি মুখ করান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার ম্যানেজিং সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সাহেব জানান, প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হলো।সংসদ সদস্যের সাথে সাক্ষাৎকারের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন সহ অনন্যরা।
