মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওসমানপুরে আল-মদিনা পাঠাগারের উদ্যোগে ১০ম তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ২ টায় অনুষ্ঠিত হবে। আজমপুর বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল হক মাষ্টারের সভাপতিত্বে এতে আমন্ত্রিত ওলামায়ে কেরামরা হলো ঢাকার মিরপুর জামেয়া কাছেমুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রাম ওমরগণি কলেজের অধ্যাপক ড.আ.ফ.ম খালেদ হোসাইন, ঢাকা মারকাজুত ত্বাকওয়া ইসলামিক রিচার্স সেন্টারের মুহাদ্দিস আল্লামা মাহফুজুর রহমান (কুয়াকাটা), ফেনীর মহিপাল হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আবুল কাশেম প্রমুখ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের পরিচালক ডা.এ.এস.এম ফারুক।
আল-মদিনা পাঠাগারের সভাপতি রাহাদুল ইসলাম জানান, ঐতিহ্যের ধারাবহিকতায় দীর্ঘদিন যাবত এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার ১০ম তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের জন্য ইতিমধ্যে প্রচারপ্রচারণাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আশা করছি সুষ্ঠ ও সুন্দরভাবে মাহফিল সম্পন্ন করতে সক্ষম হবো।
মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম জানান, আল-মদিনা পাঠাগারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল দীর্ঘ সময় ধরে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে আসছে। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মাহফিলে আমরা ধারণা করছি ফেনী, সীতাকুন্ড ও মিরসরাইয়ের প্রায় ৫ হাজার আলেম ওলামাসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।