মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের এমরান চৌধুরী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী নুরুল আনোয়ার বাহার চৌধুরী।
এলজিএসপি-৩ এর আওয়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, সাবেক ইউপি সদস্য নুরুল আবছার,মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী, ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহিউদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।