মিরসরাইয়ে আওয়ামীলীগের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

247

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে  দুর্বৃত্তের  হামলার অভিযোগ পাওয়া গেছে। দূর্বৃত্তের হামলায় সংবর্ধনা অনুষ্ঠান পন্ড হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার ৬টায় উপজেলা হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এই ঘটনা ঘটে।

সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক শাহরিয়া চৌধুরী সোহেল জানান, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডে নব-নির্বাচিত সভাপতি-সম্পাদকদের সংবর্ধনার আয়োজন করে হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া পিন্টুর সভাপতিত্ব ও বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রথম পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের বক্তব্য শেষে নামাজের বিরতী দেয়া হয়। এসময় হঠাৎ অটো রিক্সা যোগে মুখোশ পড়া কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতিথিদের জন্য মঞ্চে রাখা ক্রেস্ট ভেঙ্গে ফেলে। মঞ্চের সামনে থাকা চেয়ারগুলো তছনছ করে ফেলে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় কোন অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন না  । বিষয়টি মৌখিক ভাবে জোরারগঞ্জ থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. দিদার জানান, দূর্বৃত্তদের মুখে লাল কাপড় বাধা ছিল। ৩ মিনিট হামলা চালিয়ে চোখের পলকে সিএনজি অটো রিক্সা যোগে পালিয়ে যায়।

এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, তিনি নির্বাচনী দায়িত্বে সাতকানিয়া রয়েছেন। তবে বিষয়টি মৌখিকভাবে তাকে জানালে তিনি থানায় দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here