মিরসরাই প্রতিনিধি
এস টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তৃতীয়বারের মতো দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ মে) করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের সুবিধা বঞ্চিত রোজাদার ৪৮ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইমরুল আলম মিজান, মোহাম্মদ মুসা, আনোয়ার হোসেন লিটন, ক্লাবের আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক জাফর আলী খান বাদশা, অর্থ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, সামাজিক সম্পাদক ইবনে সাঈদ চৌধুরী, সাহিত্য সম্পাদক ইমতিয়াজ আলম সাজিদ, অফিস সম্পাদক মোঃ ফাহিম, কার্যকরী পরিষদ সদস্য মাঈনুদ্দিন ও ক্লাবের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে যাদের আর্থিক, শারীরিক এবং মানসিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মিরসরাইয়ের করেরহাটে এসটি লায়ন্সের উদ্যোগে দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রস্তুত করা ইফতার সামগ্রী।