
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কানন টেলিকম টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সকালে মিরসরাই ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী। উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল ভৌমিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল নাহিদ, টুর্ণামেন্টের পরিচালক ইমরান হোসেন রবিন, আসিফ রহমান, ফারদিন আরাফাত ও এমরান হোসেন রনি।
উদ্বোধনী খেলায় জগদ্বীশপুর ক্রিকেট একাদশের সাথে মিরসরাই স্পোটিং ক্লাব তালবাড়িয়া মুখোমুখি হয়। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।
