মিরসরাইয়ে গাজা ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

228

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি গাজা ও ২৬বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে মাদক বেচাকেনার সময় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনের বসতবাড়ী থেকে ওই মাদক উদ্ধার করে পুলিশ। নিজাম উদ্দিন ওই এলাকার মৃত জালাল আহম্মেদের পুত্র।
জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পশ্চিম অলিনগর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় হাতে নাতে মাদক ব্যবসায়ী নিজামউদ্দিনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো এক কারবারী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরেদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here