মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত, জানাযা শেষে দাফন সম্পন্ন

241


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আকবর হোসেন (৩৫) নামে ছাত্রদলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। সে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। আকবর দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের গণি আহম্মদের পুত্র। শনিবার (১ ডিসেম্বের) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার রেল গেইট এলাকায় এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ব্যবসায়িক কাজে বারইয়ারহাট বাজারে যায় আকবর হোসেন। এসময় সে বারইয়ারহাট রেল গেইট এলাকায় সড়ক পারাপারের সময় একটি চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

রবিবার সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির দলীয় প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ ও উপজেলা জাসাসের আহবায়ক প্রফেসর এসএম সেলিম নিজামীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, এটি জিআরপি পুলিশের বিষয়। তবু জোরারগঞ্জ থানা পুলিশের একটি ট্রিম ঘটনাস্থলে পৌছে। তবে পুলিশ পৌছার পূর্বে নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here