নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাচাইয়ে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মোঃ আলাউদ্দিন ও সালাহ উদ্দিন আহম্মদ। অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম আবুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তিনি আপিল করতে পারবেন।
সকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবউজ্জামান বলেন, তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাচাই ছিল ২০ ফেব্রুয়ারি। যাচাই বাচাইয়ে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিজয়ী হবেন। ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থীতা বৈধ ও একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।