
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত (ওয়ার্লেস) দারুল উলুম মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বাদ আছর অনুষ্ঠিত ইফতার মাহফিলে শুরুতে ৩০পারা পবিত্র কোরআন খতম করেন মাদ্সার ছাত্ররা।
মাহফিলে দোয়া মোনাজাত ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা ইব্রাহীম।
দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু, চিনকী আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামশেদ আলম ও চট্টগ্রাম প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
