মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তানজিনা আক্তার আঁখি (১২) নামের এক গৃহচারিকা ২দিন ধরে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে গৃহকর্তা মোঃ আবু মনসুর বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (নং ৫৬৬) করেছেন।
আবু মুনসুর জানান, গত ৩ বছর ধরে তানজিনা আক্তার মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকায় অবস্থিত আমার বাড়িতে গৃহচারিকা হিসেবে রয়েছে। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৪টার সময় বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। এরপর আমার ও তার আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়রী করেছি। নিখোঁজ আঁখির পরনে থ্রীপিস ও সেলোয়ার ছিলো। গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। আঁখি উপজেলার করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী গ্রামের বেলাল হোসেনের মেয়ে। কেউ আঁখিকে কোথাও দেখলে ০১৮১৯৮২১৯৩৯ নম্বরে কল দিয়ে সন্ধান দেয়ার অনুরোধ করেছেন আবু মনসুর।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার মোঃ ফারুক বলেন, তানজিনা আক্তার আঁখি নামের একটি মেয়ে হারানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। আমরা তার সন্ধানে খোঁজ খবর নিচ্ছি।