মিরসরাইয়ে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

263


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাটে ২ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় বারইয়ারহাট উত্তর পৌরবাজারের ইউটার্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন ঢাকার বাড্ডা থানার চান্দের টেক এলাকার মো. সোলায়মান (৩৫) ও একই এলাকার মো. রাসেল (২৭)। এসময় তাদেরকে বহনকারী হাইচ মাইক্রেবাসটিও জব্দ করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিক্তিতে এসআই মাহফুজের নেতৃত্বে ঢাকামুখী একটি হাইচ মাইক্রো (ঢাকামেট্রো চ-১৬-১৯৬১) তল্লাশি চালায় পুলিশ। এসময় কালো রংয়ের জিপারযুক্ত চশমার প্যাকেটের ভিতর থেকে ২০০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ওই ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক দুই যুবক।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here