মিরসরাই প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে মিরসরাই ডায়াবেটিক সেন্টার ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল খাঁন।
মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন মিরসরাই ডায়াবেটিক সেন্টারের পরিচালক ডাঃ আহমেদ মঈনুল ইসলাম। এসময় ৩ শতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, শিক্ষক হোসাইন সবুজ, এডভোকেট মোহাম্মদুন্নবী শিমুল, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল ভৌমিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।