মিরসরাইয়ে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

234

::মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার জমা দেয়ার শেষ দিন বেলা সাড়ে ১২টার দিকে দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মিরসরাই উপজেলা সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।
বুধবার বেলা আড়াইটার নাগাদ মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, বুধবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এদিন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মীর শামসুদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুনেছি আরও কয়েকজন প্রার্থী জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান জানান, আমরা আমাদের দলের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। মনোনয়নপত্র জমা দানের আগে আমাদের নেতা স্থানীয় মান্দারবাড়ীয় এলাকায় মাওলানা অলি আহম্মদের মাজার জিয়ারত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here