মিরসরাই প্রতিনিধি
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক মৎস্য সম্পদের চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সমকাল প্রতনিধি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক নয়া দিগন্ত ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক চট্টগ্রাম প্রতিদিন (মিরসরাই) আজিজ আজহার, সাংস্কৃতিক সম্পাদক সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সময়ের আলো প্রতিনিধি সাদমান সময়, দপ্তর সম্পাদক চট্টগ্রাম প্রতিদিন (জোরারগঞ্জ) শাহ আব্দুল্লাহ আল রাহাত, ক্রীড়া সম্পাদক আমাদের নতুন সময় প্রতিনিধি ফিরোজ মাহমুদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বর্ণনা করেন। ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল কলেজ শিক্ষার্থীদের মৎস্য চাষ বিষয়ক আলোচনা, উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ। সপ্তাহব্যাপী মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। একই সঙ্গে এসব কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।