মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। সোমবার (১ অক্টোবর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘরতাকিয়া এলাকার মের্সাস ফেবো অয়েল এন্ড গ্যাস কোম্পানী ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করে ৮ হাজার ৭’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বরগুনা জেলার আমতলী থানার পূর্ব চিলা গ্রামের মৃত কালু আকনের ছেলে মোঃ হীরন (৪২) কে আটক করা হয়।
র্যাব-৭ এর উপ-পরিচালক (মিডিয়া) শাফায়াত জামিল ফাহিম বলেন, চট্টগ্রাম থেকে কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে পন্য পরিবহনের আড়ালে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাওয়ার খবর পেয়ে র্যাব-৭ এর সদস্যরা সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘরতাকিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে আসামীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা গাড়ীটির পিছু নিয়ে ধাওয়া করে ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১০) আটক করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ হীরন (৪২) কে আটক করা হয়। পরবর্তীতে ট্রাক তল্লাশী করে ট্রাকের ভিতরে ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৮,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।