
নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে গ্যারেজ সহ পুড়েছে চারটি সিএনজি অটোরিক্সা। সোমবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিন মঘাদিয়া এলাকার খেয়ারহাট নামারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর রবিউল আজম জানান, সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে একটি গ্যারেজসহ চারটি সিএনজি অটোরিক্সা পুড়ে গেছে। রাত সাড়ে ১০টায় আগুন লাগে এবং সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
[acf field="title_top"]
মিরসরাইয়ে সিগারেটের উচ্ছিষ্ট আগুনে পুড়লো ৪ সিএনজি অটোরিক্সা
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

