মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রাতের আঁধারে ৫ টি গরু চুরি হয়েছে। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামে গতরাতে ২৬ নভেম্বর (সোমবার) এই চুরির ঘটনা ঘটে। চুরির শিকার গরুর মালিকরা হলো হাইতকান্দি গ্রামের ফকির বাড়ীর জয়নাল আবেদীন ও কোব্বাত আমিনের বাড়ীর জিয়া উদ্দিন। চোরের দল জয়নালের ৩ টি ও জিয়ার ২ টি গরু নিয়ে যায়। ৫ টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা জানিয়েছেন।
গরুর মালিক জয়নাল আবেদীন ও জিয়া উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত গরু চুরির ঘটনা ঘটছে জেনে প্রায় রাতে গরু পাহারা দিই আমরা। কিন্তু গতরাত প্রায় দেড়টা পর্যন্তও গরু পাহারা দিয়ে ঘুমাতে যাই। রাত দেড়টার পর কোন একসময় গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল।