মিরসরাইয়ে ৯ম দূরন্ত গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

354
মিরসরাই প্রতিনিধি


মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট দূরন্ত সংঘের আয়োজনে ৯ম দূরন্ত গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২২ মার্চ) সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৩ টার সময় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্ব›দ্বীতা করে সততা স্পোর্টিং ক্লাব জোরারগঞ্জ একাদশ বনাম কিং স্পোর্টিং মুহুরী প্রজেক্ট একাদশ। ফলাফলে কিং স্পোর্টিং মুহুরী প্রজেক্ট ৭ উইকেটে জয়লাভ করে। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাবু, ম্যান অব দ্য সিরিজ পারভেজ। দূরন্ত সংঘের সভাপতি আশরাফ হোসাইন নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আলম, মিরসরাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন দুলাল, দূরন্ত সংঘের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাংবাদিক এম আনোয়ার হোসেন, বাবলু দে প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সুফী মুহাম্মদ জুনাইদ উল্ল্যাহ, আনোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দিন মিশু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আকতার হোসেন, শেখ জাহেদ, জাবেদ মাহমুদ বিপুল, তারিফুল ইসলাম, মেহেদী হাসান মিশু, আসাদুজ্জামান শাওন, মেহরাজুল হক, শাখাওয়াত হোসেন শান্ত, নাজমুল মাহির, তানভীর মাহমুদ, শেখ সাহেদ, আশরাফ উদ্দিন আসিফ, তৌহিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সামসুদ্দীন আবির, তারিফ ও সায়েম। গত ১৭ ফেব্রæয়ারি উদ্বোধন হওয়া এই টুর্ণামেন্টে মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৬ টি দল অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here