মিরসরাই প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার সারাদেশের ৩৮৯টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৮টি উপজেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের। ইতিমধ্যে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় এলাকায় অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। রোববার বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স ও জোরারগঞ্জ মহিলা কলেজে অবস্থান নিয়েছে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে সেনাবাহিনী অবস্থান করছে। উপজেলা কমপ্লেক্সে ১৮৩জন ও জোরারগঞ্জ মহিলা কলেজে ১৮৩জন সেনা সদস্য অবস্থান করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রেজাউল করিম শামীম জানান, রবিবার থেকে যেসব উপজেলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তারা সোমবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের কার্যক্রম শুরু করবেন।