মিরসরাই প্রতিনিধি
আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই উপজেলায় দুই থানায় পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। মিরসরাই থানার ওসি সাইরুল ইসলামকে বোয়ালখালী থানায় বদলি করা হয়েছে। একই সাথে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরকে বদলি করা হয়েছে মিরসরাই থানায়। জোরারগঞ্জ থানায় নিযুক্ত হচ্ছেন সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান। এছাড়া জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক দীনেশ চন্দ্র দাশগুপ্ত, সহকারী উপ-পরিদর্শক এমরান পাটোয়ারীকে মিরসরাই থানায় বদলি করা হয়েছে। সে সাথে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র পাল পদোন্নতি পেয়ে ঢাকা নৌ পুলিশের পরিদর্শক নিযুক্ত হয়েছেন। এছাড়া জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্ল্যাকেও বদলি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাতে বারইয়ারহাট খান সিটি সেন্টারে সদ্যবিদায়ী পুলিশ কর্মকর্তাদের বিদায়ী সংর্বধনার আয়োজন করে জোরারগঞ্জ থানা পুলিশ। সদ্যবিদায়ী জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্ল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির। শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়ারহাট কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, জোরারগঞ্জ কমিউনিটি পুলিশিং সভাপতি ইরান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই প্রেসক্লাব সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক মাহবুব পলাশ।