
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আলম।
সভায় প্রেসক্লাবের সামগ্রিক কর্মকান্ড উপস্থিত সদস্যরা নিজেদের মতামত ব্যক্ত করেন এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বরোপ করেন।
সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়াজিউল্যাহ, হেদায়েত উল্যা চৌধুরী, মো. সেলিম উদ্দিন, কামালউদ্দিন বিটু, উজ্জল দাশ। কার্যকরী কমিটির সহ-সভাপতি বিপুল দাস, যুগ্ন সম্পাদক এনায়েত হোসেন মিঠু, কোষাধ্যক্ষ আবু সাঈদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক এম. মাঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া সম্পাদক এম. আনোয়ার হোসেন, সাধারণ সদস্য আজিজ আজহার, সুজন চন্দ্র মন্ডল, আশরাফ উদ্দিন, সাদমান রহমান সময়, বাবলু দে, ফেরদৌস কবির মাসুদ ও খালেদা বেগম লুৎফা ।
