সীতাকুন্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক মহিলার মৃত্যু হয়েছে। আজ বুধবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা । এতে তার দেহ খন্ড খন্ড হয়ে মাটিতে পড়ে থাকে। তবে দূর্ঘটনা নাকি আত্মহত্যা জানাতে পারেনি পুলিশ।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মহিলার এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।