জোরারগঞ্জে খুন হওয়া সাবেক ছাত্রলীগ নেতা রাজুর শোকসভায় খুনিদের শাস্তি দাবী

100

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের জোরারগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু আত্নার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটুর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পষিদের সাবেক চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী।

এসময় আরো বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ফিরোজ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মান্না, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল হুদা, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মানারাত চৌধুরী বাবু, সদস্য নুরুল আবছার, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম সুজন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিরাজ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বীন কামাল অনিক প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুলাই রাত ৯টায় মিরসরাইয়ের জোরারগঞ্জের দরবারটিলা এলাকায় টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ইব্রাহিম রাজু (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। সে জোরারগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে। নিহতের পিতা এ হতাকান্ডে জড়িত ১৬ জনের নাম উল্লেখ জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যার ঘটনায় এজাহার নামীয় ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here