
পার্থ প্রসঙ্গ:
বছর মাস মনে নেই, ম্যাডাম জিয়ার রোডমার্চ ঢাকা থেকে বগুড়া হয়ে রাজশাহী। আমরা অনেকেই সঙ্গি হলাম ম্যাডামের। আমি আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহাম্মদ ( বর্তমানে সিলং আছেন ) এক গাড়িতে। বগুড়ায় রাত্রি যাপন, উঠলাম বগুড়ার বিএনপি নেতা শোকরানা সাহেবের হোটেলে, ওই হোটেলে ইলিয়াস আলী সহ অনেক সিনিয়র নেতারাও উঠলেন, যেন বিএনপি নেতাদের এক মিলন মেলা।
রাতে খাবার হলে আমি আর সালাউদ্দিন ভাই এক টেবলে ডিনার করলাম, খাবার শেষে গল্প, এমন সময় পাশের টেবিল থেকে আন্দালিভ রহমান পার্থ আমাদের টেবিলে এসে আমাদের সাথে গল্পে অংশ নিলেন, গল্প জমে উঠলো। এক পর্যায়ে আমি পার্থকে নরম ও সুন্দরভাবে প্রশ্ন করলাম, ধরুন বিএনপির আরো খারাপ সময় এলো বা আওয়ামীলীগের প্রয়োজনে আপনার সর্ব দিক দিয়ে আত্বীয় প্রধানমন্ত্রী ডাক দিলে আপনি কি ২০ দলীয় জোটে থাকতে পারবেন? পার্থ কোন উত্তর নাদিয়ে কোন প্রকার সৌজন্যমূলক বিদায় না নিয়ে আমাদের টেবিল ত্যাগ করে চলে গেলেন।
পার্থ ২০ দলীয় জোট ত্যাগ করেছে এতে আমি কোন বিতর্কে যাবোনা। গেল নির্বাচনে তিনি জোটের হয়ে ধানের শীষ নিয়ে ভোট করলেন, তার আপন ছোট ভাই তার দলের অন্যতম নেতা নৌকা নিয়ে ভোট করলেন!
উল্লেখ্য তিনি শেখ হাসিনার আপন ফুপাতো বোনের ছেলে, তিনি শেখ সেলিমের আপন ভাগ্নে, তিনি শেখ হেলালের আপন মেয়ের জামাই, তিনি শেখ তাপসের আপন খালাতো ভাই, তিনি শেখ তন্ময়ের আপন ভগ্নিপতি…!! তিনি শেখ পরিবারের সাথে ঘনিষ্টভাবে খুব কাছের আত্বীয়।তিনি কথা বলেন সুন্দর, ২০ দলীয় জোটের বৈঠকে খালেদা জিয়ার কাছে বসতেন, বেগম খালেদা জিয়া তাকে অনেক স্নেহ করতেন।
