Friday, 7 November 2025

[acf field="title_top"]

বারইয়ারহাট লাকী ফ্যাশন মলে জমে উঠেছে ঈদের বেচাকেনা

[acf field="title_bottom"]

প্রকাশিত :

[acf field="reporter_name"]

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]



এম মাঈন উদ্দিন, মিরসরাই


পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে উত্তর চট্টগ্রামের অন্যতম বড় ও সুনামধন্য প্রতিষ্ঠান বারইয়ারহাট লাকী ফ্যাশন মল। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে কেনাকাটা করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে মহা ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী।
শুক্রবার (১৭ মে) সকালে গিয়ে দেখা গেছে, তিল ধারনের ঠাঁই নেই সেখানে। বিশেষ করে তৃতীয় তলায় নারী-শিশুদের পছন্দ ভিড় রয়েছে। শুক্রবার ছুটির হওয়াতে সবাই পরিবার-পরিজন নিয়ে এখানে কেনাকাটা করতে এসেছেন। এখন শাড়ি থ্রী-পিস এর পাশাপাশি বাচ্চাদের আইটেম বেশি বিক্রি হচ্ছে।


জানা গেছে, মিরসরাই উপজেলা ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত কেনাকাটা করে থাকেন পাশ্ববর্তি ছাগলনাইয়া, সোনাগাজী, ফটিকছড়ি, রামগড় উপজেলার লোকজন। ৩ দশক ধরে বারইয়ারহাট পৌর বাজারে সুনামের সাথে ব্যবসা করে মানুষের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। সারা বছর ব্যস্ততা থাকে এখানে। তবে ঈদকে ঘিরে ব্যস্ততা অনেকগুন বেড়ে যায়। বানিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে বিশাল স্পেস নিয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানে এবারো হরেক রকম নিত্য নতুন কালেকশান রয়েছে।
ঈদ ঘিরে নতুন নতুন পণ্যের সমাহার নিয়ে বসেছে প্রতিষ্ঠানটি। শাড়ির মধ্যে রয়েছে ফাঞ্জিবরন কাতান, বেংলোর কাতান, সফট সিল্ক, পিওর সিল্ক কেটালক, জর্জেট, শিপন, কাতান, কেটালক সুতি, তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি, মসলিন জামদানি। থ্রি-পিসের মধ্যে কাটা থ্রি-পিস, গাউন, পাকিস্তানি ও ইন্ডিয়ান থ্রি পিস, জপটপ, পানসু ফ্রগ, টপস্, সারারা ইত্যাদি।


সরেজমিনে ঘুরে দেখা গেছে, তিন তলা বিশিষ্ট প্রতিষ্ঠানে নিচতলায় রয়েছে থ্রিপিস, পাঞ্জাবী, লুঙ্গী, গেঞ্জি সহ বিভিন্ন আইটেম। ২য় তলায় রয়েছে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী ও পাটি পাঞ্জাবী, শেরোয়ানী, পাগড়ি ও ছোট বাচ্চাদের পাঞ্জাবী সেট। তৃতীয় তলায় রয়েছে শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, বেবি সপ, গার্মেন্টস, (লেডিস) কসমেটিকস, ইমিটেশন জুয়েলারি, গিফট্ আইটেম, লাগেজ, জুতা ক্রোকারিজ। উত্তর চট্টগ্রামের মধ্যে এত বড় শপিং মল আর কোথাও নেই। একদামে বিক্রি হওয়ায় ক্রেতারা প্রতারিত হওয়ার ভয় নেই। সর্বনিম্ম ৫টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা মূল্যের পণ্য রয়েছে লাকি ফ্যাশনে।
কথা হয় ঈদের কেনাকাট করতে আসা উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের গৃহবধূ তাহমিনা আক্তারের সাথে। তিনি বলেন, এখানে বিভিন্ন আইটেমের কালেকশান বেশি থাকায় পচন্দ করে কেনা যায়। আরেকটি পন্যের জন্য অন্য জায়গায় যাওয়ার ঝামেলা নেই।
লাকী ফ্যাশন মলের স্বত্তাধিকারী মোঃ শামসুদ্দিন বলেন, বেচা-বিক্রি মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। আশা করছি রমজানের শেষের দিকে আরো বেশি বিক্রি হবে। অন্যদিনের তুলানায় ছুটির দিনে ভিড় বেশি থাকে। তিনি আরো বলেন, আমরা প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে বারইয়ারহাট বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমরা গুনগত মান বিবেচনা করে ব্যবসা করছি। যদিও আগে প্রতিষ্ঠান ছোট্ট পরিসরে ছিলো। এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের স্থান চাহিদার কথা বিবেচনা করে ৩ বছর পূর্বে ১ম, ২য়, ও ৩য় তলায় সু-বিশাল পরিসরে সম্পুন্ন শীতাতপ পরিবেশে শো-রুম সাজিয়েছি।

সর্বশেষ

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিএনপির উঠান বৈঠক

  নিজস্ব প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ শীর্ষক ৩১ দফা...

আরও পড়ুন

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে খাল পরিস্কার করে পানি প্রবাহ সচল করলো যুবদল নেতা

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ের করেরহাট বাজারের উত্তর পাশে খালের উপর ময়লা আবর্জনা স্তূপের কারণে পানি প্রবাহ...