মিরসরাই পৌর বাজার কমিটির নির্বাচনে সদস্য পদে ফরম সংগ্রহ করলেন করিম

224

মিরসরাই প্রতিনিধি

আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সদস্য পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ ব্যবসায়ী, স্বপ্ন ব্যাটারী হাউজের স্বত্ত্বাধিকারী নুরুল করিম। পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটির অফিস থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, মিরসরাই পৌর বাজারের তরুণ ব্যবসায়ীদের মধ্যে নুরুল করিম সবার পরিচিত। নম্র ভদ্র হিসেবে তাঁর সুনাম রয়েছে। মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটে দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্যবসা করে আসছে।

প্রার্থীতার বিষয়ে নুরুল করিম জানান, ব্যবসায়ীদের কল্যানে কাজ করতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।তাই সকল ব্যবসায়ী ভাইদের আগামী ১৩ এপ্রিল আমাকে ভোট দিয়ে জয়ী করার অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here