
নিজস্ব প্রতিনিধি
পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইলফলক। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনের একটি বড় অর্জন। এই সেতুর স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নির্মাণের সাথে সংশ্লিষ্টদের অভিবাদন জানিয়েছেন মিরসরাইয়ের হিঙ্গুলী কদমতলা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।
তিনি বলেন, এই সেতুর সাথে মিশে আছে ১৭ কোটি বাঙালির সুখ-দুঃখ আর আর্থ-সামাজিক মুক্তির সোপান। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতা দেখানোর মতে দুঃসাধ্য কারো ছিলনা। নিজস্ব অর্থায়নে এতো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অর্থনৈতিক সক্ষমতা দেখানোর সেই দুঃসাধ্য দেখালেন এই দেশ। পদ্মা সেতু এখন আর বাঙালির কাছে স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন বাঙালির কাছে এক গৌরবোজ্জ্বল সোনালী অহংকার। এই পদ্মা সেতুই আবার বিশ্বকে জানান দিল বাঙালিদেরকে দাবিয়ে রাখা সম্ভব নয়। আজ ২৫ জুন স্বপ্নের এই সেতু উদ্বোধন উপলক্ষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহসিন আলী।
